SEO

Keyword Cannibalization এর ক্ষতিকর প্রভাব থেকে বাচার উপায়

Keyword Cannibalization এর ক্ষতিকর প্রভাব থেকে বাচার উপায়, লিখেছেন Mizanur Rahman

Keyword Cannibalization এর ক্ষতিকর প্রভাব থেকে বাচার উপায়

Contents

Keyword Cannibalization(KC) কি?

KC ঘটে যখন একই কিওয়ার্ড/ফ্রেজ একই ওয়েবসাইটে বিভিন্ন পেইজে/পোস্টে অপটিমাইজ করা থাকে। যার ফলে উক্ত পেইজগুলোর মধ্যে র‌্যাংকি এ কনফ্লিকশন তৈরি হয়। গুগলকে কনফিউজড করা হয়। কোন পেইজকে র‌্যাংক করাবে সেটা বুঝতে পারেনা, উল্টা keyword stuffing হিসেবে ধরতে পারে।


যেমন- best smartphone, best smartphone accessories দুটো ভিন্ন কিওয়ার্ড হলেও এখানে Keyword Cannibalization ঘটবে কারন best smartphone দুটো কিওয়ার্ডেই আছে।

সম্ভাব্য ক্ষতিগুলো কি কি?

১. anchor text ডিস্ট্রিবিউশন ক্ষতিগ্রস্থ হয়। শুধুমাত্র একটা পেইজে থাকলে যেভাবে মনোযোগ দিতেন তা এক্ষেত্রে হবে না।

২. একটা নির্দিষ্ট পেইজের জন্য এক্সটারনাল লিংক SEO Value বৃদ্ধি করবে এতে কোন সন্দেহ নেই। কিন্তু যদি কিওয়ার্ডের জন্য অনেকগুলো পেজে এক্সটারনাল লিংকিং করা হয় তবে তা বন্টন হয়ে যাবে সেই পেইজগুলোর মাঝে। শেষবেলা- কোন পেইজই র‌্যাংক করবে না।

৩. একই বিষয়ের উপর কয়েকটি আর্টিকেল লেখার কারনে কন্টেন্ট কোয়ালিটি সাফার করবে। ডুপ্লিকেট, রিপ্লিকেট ইস্যু তৈরি হতে পারে যার কারনে poor quality content হিসেবে বিবেচিত হবে।

৪. কনভারসন রেটও স্প্লিট হয়ে যাবে। যদি একটা পেইজ অন্যগুলোর চেয়ে ভালো করে তবে সেইম ট্রাফিকের জন্য মাল্টিপল পেইজ রেখে কি লাভ?

সুতরাং ভালো র‌্যাংকিং, কনভারশর রেট পাওয়ার জন্য keyword cannibalization এড়িয়ে চলতে হবে।

কিভাবে keyword cannibalization এড়িয়ে চলবো?

১. মূল টারগেটিং পেইজে অন্যান্য পেজ হতে ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে দেন। 
২. অন্যান্য পেইজগুলোকে de-optimize করতে পারেন। 
৩. মূল পেইজে ৩০১ রিডাইরেক্ট করা। যদি সব পেজের জন্য লিংক বিল্ডিং করে থাকেন তবে লিংক জুস ট্রান্সফার করার সম্ভবত এটাই সবচেয়ে ভালো উপায়।
৪. নতুন একটা ল্যান্ডিং পেইজ তৈরি করে সব কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করে আর্টিকেল লিখা। 
৫. দুইটা সিমিলার কন্টেন্ট যদি একই কিওয়ার্ডে র‌্যাংকিং এ থাকে তবে মার্জ করে দিতে পারেন। তবে ম্যাট ডিগিটি বলেন, যদি একই কিওয়ার্ডে দুইটা পেজ প্রথম পেজে থাকে তবে এক্ষেত্রে Cannibalization খারাপ না বরং ক্লিকের সংখ্যা বাড়বে।

References: 
1. https://ahrefs.com/blog/keyword-cannibalization/
2. https://www.oncrawl.com/on…/what-is-keyword-cannibalization/
3. https://diggitymarketing.com/keyword-cannibalization/

মনের যত প্রশ্ন

ক্যানোনিক্যাল ট্যাগ দিলেও কি ৩০১ এর মত জুস পাস হয়?

উত্তরঃ হ্যা জুস পাস হবে। যদি পেইজটা রাখা দরকারি না হয় তবে ৩০১ নাকি বেস্ট অপশন।

ধরি, আমি Technology নিয়ে একটি নিস সাইট করবো।

আমার কাছে কিওয়ার্ড আছে: যেমন-
Best smartphone – কিছুটা হাই কম্পিটিশন
Best smartphone for beginners – মিডিয়াম কম্পিটিশন
Best smartphone under 500 – লো কম্পিটিশন
Best smartphone under 1000 – লো কম্পিটিশন

আমি প্রথমে লো কম্পিটিশন থেকে শুরু করে হাই কম্পিটিশন কিওয়ার্ডে যেতে চাই।

এক্ষেত্রে কি Keyword cannibalization এর কোন সমস্যা হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *