SEO

কিভাবে Meta Description ভালোভাবে অপটিমাইজ করা যায়?

কিভাবে Meta Description ভালোভাবে অপটিমাইজ করা যায়? – লিখেছেন Mizanur Rahman (Source)

Meta Description সম্পর্কে আমরা সবাই জানি। ভালো মেটা ডেস্ক্রিপশন অন্যান্যদের চাইতে পার্থক্য তৈরি করে। যদিও গুগল আর্টিকেলের মধ্য থেকে পছন্দমতো অংশটা তুলে নেয় তারপরও আমাদের চেষ্টা থাকে যেন সবচেয়ে ভালো কপিটাই তৈরি করতে পারি।

কিভাবে ভালো Meta Description লেখা যায়?

১. রিডেবল রাখবেন। কিওয়ার্ড স্টাফিং করবেন না। যেহেতু মেটা ডেস্ক্রিপশন কোন র‌্যাংকিং ফ্যাকটর নয় তাই আপনার ওয়েবসাইটকে আপনার ভিজিটরের কাছে প্রথম সাক্ষাতেই স্প্যামি করে তুলবেন না।

২. স্পেসিফিক করে তুলুন। আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করে এমন একটা কপিই লিখুন। নতুন আপডেট লেন্থ অনুসারে ১৫৬ বা তার অল্প বেশী ক্যারেক্টারের মধ্যে লিখে ফেলুন।

৩. কাস্টোমার মনের মধ্যে দুইটা প্রশ্ন নিয়ে আমাদের পেইজে ক্লিক করবে- এই পেইজ কি অফার করে এবং কেন আমার ভিজিট করা উচিত? আপনি এই দুইটা প্রশ্নের উত্তর মেটা ডেস্ক্রিপশনে দিয়ে দিন। কোন বোরিং কপি লিখবেন না। নিজে পড়ে দেখেন, আপনি ভিজিটর হলে কি ইম্প্রেস হতেন?

৪. CTA ব্যবহার করুন ভিজিটরের প্রয়োজনীয়তাকে টারগেট করে ভদ্রতার সাথে। ক্লিক করার জন্য এগ্রেসিভলি চিতকার করবেন না।

Meta Description এ যেই ভুলগুলো আমরা প্রায় করে থাকি

১. মেটা ডেস্ক্রিপশন ডুপ্লিকেট করে ফেলি। ভয় নেই এর জন্য পেনাল্টি খেতে হবে না। তবে গুগলের পরামর্শ হচ্ছে- CTR বাড়াতে হলে ইউনিক কপিই দিতে হবে।

২. কিওয়ার্ড ব্যবহার না করা। যেই কিওয়ার্ডের উপর পুরো আর্টিকেল অপটিমাইজ করলাম তা ভেরি ফার্স্ট বাক্যে ব্যবহার করা ভালো। প্রয়োজনে সুযোগ বুঝে রিলেটেড LSI কিওয়ার্ডও ব্যবহার করতে হবে। – Link

দেখে আসতে পারেনঃ Keyword Cannibalization(KC) কি?

বি:দ্র: এক্সপার্টরা মাইন্ড খাইয়েন না – এটা আমার মতো নিউবিদের জন্য লেখা।

References: 
1. https://www.compose.agency/insights/meta-description-length-2018
2. https://searchenginewatch.com/2016/05/26/how-to-write-meta-descriptions-for-seo-with-good-and-bad-examples/
3. https://www.vervesearch.com/best-practice-guides/how-to-optimise-your-meta-descriptions-a-best-practice-guide/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *