SEO

পোস্ট এর টাইটেল কে কিভাবে আরো আকর্ষণীয় করবেন

পোস্ট এর টাইটেল কে কিভাবে আরো আকর্ষণীয় করবেন, লিখেছেন Mizanur Rahman

পোস্ট Title এর এভারেজ লেন্থ হচ্ছে Wikihow অনুসারে ১০ ওয়ার্ড, Hubspot অনুসারে ৮১-১০০ ক্যারেকটার এবং গুগলের রিকমেন্ড হচ্ছে ৭০ ক্যারেকটার।

১. এমন একটা টাইটেল লিখেন যা আর্টিকেলের কন্সেপ্টের সাথে যায়, রিডারকে হুক দেওয়ার জন্য যথেষ্ট। আপনি আর্টিকেলে কি বলতে চাচ্ছেন তা যেন টাইটেলে ফুটে উঠে।

২. photo, who, adjectives, number প্রভৃতি শব্দ ব্যবহার করেন। (হাবস্পট অনুসারে)

৩. ব্র্যাকেটে ক্লারিফিকেশন অ্যাড করেন যেমন- [Infographics], [photos], [interview], ইত্যাদি।

৪. টাইটেলের মধ্যে কিওয়ার্ড রাখুন। ন্যাচারালি রাখার চেষ্টা করুন। Advertorial এর চাইতে Editorial টাইটেল লিখুন যা দেখলে জানার আগ্রহ বাড়ে।

৫. Surprise দিন, প্রশ্ন করুন, Curiosity জাগিয়ে তুলুন।

৬. পজিটিভ এর চাইতে নেগেটিভ সুপারলেটিভ বেশী কাজে দেয়। Bufferapp এর রিপোর্ট অনুসারে, নেগেটিভ পজিটিভের চাইতে ৩০% বেশী এঙ্গেজমেন্ট দেয়।

৭. কয়েকটি টাইটেল লিখুন তারপর এটা নিয়ে কারো সাথে brainstorming করতে পারেন। অথবা এর মধ্যে আপনি উত্তমটা বাছায় করে নিন।

এই ইনফোগ্রাফিকটা না দেখে থাকলে মিস করবেন না।

সতর্কতা: 
Trick, you,your, easy, credit free, magic, simple, now এরকম শব্দ থাকলে CTR কমে যায় [Hubspot]

প্রশ্ন

SEO title এন্ড Article title সেম হবে নাকি ডিফারেন্ট হবে? 

উত্তরঃ Same হলে ভাল। তবে আপনি SEO Title ইচ্ছা করলে change করলে সমস্যা নাই।

 

Reference: 
1. https://blog.bufferapp.com/headline-strategies-psychology
2. https://moz.com/blog/5-data-insights-into-the-headlines-readers-click
3. https://blog.hubspot.com/marketing/a-simple-formula-for-writing-kick-ass-titles-ht

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *