আচ্ছা আমরা সবাই কম বেশি (Directory Submission) ডিরেক্টরি সাবমিসন করে থাকি । আমরা যেই গুলি করি যেইখানে আমাদের Niche এর ক্যাটাগরি সাপোর্ট করে কিন্তু যদি একবারে নির্দিষ্ট আমার নিসের ডিরেক্টরি হয় তাহলে তো খুবই ভাল হয় তাই নয় কি?
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনার নিসের উপর তৈরিকৃত ডিরেক্টরি কিভাবে খুজে বের করবেন ।
Contents
Directory Submission এর জন্য Website Category কিভাবে খুজে বের করবেন?
intitle:add+url “your keyword”
intitle:submit+site “your keyword”
intitle:submit+url “your keyword”
intitle:add+your+site “your keyword”
intitle:add+site “your keyword”
intitle:directory “your keyword”
intitle:sites “your keyword”
intitle:list “your keyword”
আশা করছি এবার সবাই নিজের নিসের উপর ডিরেক্টরি খুবই সহজে খুজে বের করতে পারবেন ।
ধন্যবাদ সবাইকে ।
কিভাবে ফোরামের নিজের টপিক সহজে খুজে পাবেন?
How Can You Easily Find Your Topic in Niche Related Forum?
আমার নিসে অনেক ফোরাম রয়েছে, সব ফোরামের টপিক খুজে দেখা সময় সাপেক্ষ ও কষ্টকর তাই আজকের পোস্ট টা দেখতে পারেন আপনার কাজে দেয় কিনা ।
আচ্ছা কিভাবে করে আমরা আমাদের নিস রিলেটেড ফোরাম (Niche Related Forum) খুজে বের করবো সেই টা সবাই জানি কিন্তু নিস রিলেটেড ফোরাম টপিক খুজে বের করবো সেই টা অনেকেই জানি আবার আমার মতন নিউবি হলে জানবেন না। যারা জানেন না শুধু তার জন্য আজকের এই নোট টি লিখা
inurl:viewtopic.php “KeyWord”
KEYWORDS “powered by phpbb” inurl:/community
KEYWORDS “powered by vbulletin” inurl:/community
KEYWORDS “powered by smf” inurl:/community
লিখেছেনঃ Kazi Aminul Islam
Thanks Aminul Vai. This is very useful post. Please also publish SEO related post.