Header Tag – H1, H2, H3, H4 Tag কিভাবে ব্যবহার করবেন তা জানেন না অনেকেই। আজকে আমরা বেশ কটি এক্সাম্পল সহ দেখবো কিভাবে এইচ ট্যাগ ব্যবহার করতে হয়।
Need Help about Header Tag
ওয়ার্ডপ্রেস এ পোস্ট করার সময়, আমি জানি H1 একবার, H2 একবার আর বাকী গুলো সিরিয়াল বজায় রেখে কয়েকবার ইউজ করা যায়।
ত আমি পোস্ট করার সময় চেক করে দেখি H1 নাই তাই প্রথম একটা হেডিং কে H1 দেই, তারপর একটা হেডিংকে H2 দেই। এভাবে পরেরগুলা। কিন্তু টাইটেল টা যে অটো H1 হয়ে যায় এটা নিয়ে আমার কনফিউশন ছিল নেট ঘেটেও ক্লিয়ার হতে পারিনি।
কালকে ডিজিটাল ওয়ার্ল্ড এর সেমিনার এর ভিডিও দেখে পোস্ট এর সোর্সকোড চেক করে দেখি H1 ২টা। আমি আগে সোর্স কোড চেক করে দেখিনি। শুধু পোস্ট করার সময় টেক্সট এ গিয়ে দেখতাম যে H1 নাই। তো এভাবেই পোস্ট করতে থাকি।
এখন কোশ্চেন হচ্ছে-
১। টাইটেল কি অটো H1 থাকে?
২। টাইটেল যদি H1 হয় তাহলে সেই হিসেবে আমার পোস্ট এ ২টা করে H1 আছে, এখন কি তাহলে পোস্টগুলো এডিট করে দিব?
ধন্যবাদ। 🙂
উত্তরঃ h1 h2 কোন বিগ ফ্যাক্টনা একটা পোস্ট বা পেজের জন্য সাধারনত একটা রচনা যদি লেখতে শুরু করেন রচনার নামটা অবশ্যই উপরে বড় করে লেখবেন তেমন সেইটা এইস ওয়ান আর রচনার প্যারা গুলো এইস ২ এইস ৩ এভাবে দিতে পারেন। এখন একটা পেজে এমন ৩-৪টা যদি রচনা থাকে সেক্ষেত্রে আপনি এইস ১ কয়েকবার ব্যবহার করতে পারেন এইটা কোন সমস্যা না। মেইন বিষয় হল আপনার প্যারাগ্রাফটা দেখতে কেমন লাগছে সেইটাই মেইন ফ্যাক্ট।
এই ভিডিও দেখলে আরেকটু ক্লিয়ার হবে
Header Tag – H1, H2, H3, H4 Tag কিভাবে ব্যবহার করবেন?
টিপস ফ্রম #নিউবি – Md Billal Hossain Sarker
গত ২/৩ মাসে গ্রুপের বেশ কয়েকজন ভাইয়ের নিস সাইট দেখার সৌভাগ্য হয়েছে। এগুলোর কোনোটা বেশ ভালো আর্নিং করছে কিন্তু স্কেলিং হচ্ছে না। কোনোটা মাত্র শুরু। কোনোটা দ্বিতীয় বা তৃতীয় পেজে আটকে আছে।
আমি বেশ কয়েকটার জন্য ৩-৮ পৃষ্ঠার করে রিপোর্ট তৈরি করে দিয়েছি। সমস্যা ফাইন্ড-আউট + সম্ভাব্য সমাধান। অবশ্যই আমার জানার পরিধির ভেতর থেকেই চেষ্টা করেছি যতোটুকু সম্ভব হেল্প করার।
প্রায় প্রত্যেকটা সাইটে কমন কিছু প্রবলেম দেখেছি আমি। আজকে সেরকম একটা কমন বিষয় নিয়ে আলাপ করবো, ভাবছি।
সেটা হচ্ছে এইচ ট্যাগ। (হেডার ট্যাগ)
আমি দেখেছি প্রায় প্রত্যেকেই এই ব্যাপারটায় ভুল করেন। যেখানে এইচ ট্যাগ দেয়া জরুরি সেখানের সাব-টাইটেল বোল্ড করে রেখেছেন মাত্র। কিন্তু এটাতো সমস্যা। এর আগে কারও পোস্টে সম্ভবত কমেন্ট করেছিলাম এই বিষয়টা নিয়ে।
আজকে চেষ্টা করবো এইচ ট্যাগের ব্যবহারটা ক্লিয়ার করতে। অর্থাৎ আমি যেভাবে আমার সাইটগুলোতে ইউজ করি। কিংবা সফল নিস সাইটগুলো ফলো করে যেভাবে দেখেছি, সেটাই বর্ণনা করার চেষ্টা করবো সংক্ষেপে।
ধরুন, আপনি গরু নিয়ে একটা আর্টিক্যাল লিখবেন। আর্টিক্যালের টাইটেল হতে পারে: বাংলাদেশের গরুদের মাঝে ভালোবাসার প্রকাশ যেমন দেখেছি।
এই টাইটেলটা অটোমেটিক ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সাইটে H1 ট্যাগে নিয়ে নেয়।
অর্থাৎ আর্টিক্যালের ভেতরে আমরা H2 ট্যাগ দিয়ে কাজ শুরু করি।
তাহলে আর্টিক্যালের কোথায় কোন ট্যাগ বসবে সেটা দেখা যাক।
একটা আর্টিক্যালের শুরুতে একটা ইন্ট্রু থাকে। যেটা ১৫০ ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা ভালো। এই ১৫০ ওয়ার্ড লেখা দিয়ে অডিয়েন্সকে অবশ্যই আর্টিক্যালের ভেতরে নিয়ে যেতে বাধ্য করতে হবে।
তো, গরুদের যদি আপনি ক্যাটাগরাইজড করেন, তাহলে কীভাবে করবেন?
— গাভী (সাব-টাইটেল: গাভীদের ভালোবাসা)
— ষাড় (সাব-টাইটেল: ষাড়দের গোয়ার্তুমি)
এই দুইটা অবশ্যই হবে H2 ট্যাগ।
যদি এরকম সাব-টাইটেল ইউজ করেন: টপ টেন ভালোবাসাময় গাভী, তাহলে এটাও H2 হবে।
এখন যদি এভাবে সাব-টাইটের দেন: ঢাকা জেলার গাভীর ভালোবাসা, এটা হয়ে যাবে H3 ট্যাগে।
যদি দেন সাব-টাইটেল: ধানমণ্ডি থানার গাভীরা কেমন? – এটাকে H4 ইউজ করতে পারেন।
ব্যাপারাটাকে আপনাদের বোধগম্য করাতে পেরেছি? অর্থাৎ মূল টপিক থেকে যতো ভেতরে/গভীরে যেতে থাকবেন H-এর পাওয়ার দুর্বল হবে।
সংক্ষেপে দেখেন:
.
— প্রাণী H1
—- মানুষ H2
——- নারী H3
——– বালিকা H4
——– কিশোরী H4
——– যুবতী H4
.
——- পুরুষ H3
——– বালক H4
——– কিশোর H4
——– যুবক H4
.
—- গরু H2
——- গাভী H3
——- ষাড় H3
.
—- মাছ H2
——- রুই H3
——- কাতল H3
——- বোয়াল H3
.
—- কুকুর H2
.
—- বিড়াল H2
.
অর্থাৎ এভাবে যতো সাব-ক্যাটাগরাইজড হবে, এইচের পাওয়ার কমতে থাকবে।
আশা করি এইচ ট্যাগ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে করবেন। চেষ্টা করবো জবাব দিতে। আর আমি না পারলেও সমস্যা নেই। এক্সপার্টরা তো আছেনই।
ধন্যবাদ, ভালো থাকুন।
প্রশ্নঃ যদি এরকম সাব-টাইটেল ইউজ করেন: টপ টেন ভালোবাসাময় গাভী, তাহলে এটাও H2 হবে। গরু যেহেতু h2, গরু টপিকে মধ্যে টপ টেন সাবটাইটেল, এটা কি h3 হওয়া উচিত নয় ?
Question: Pros & Cons eita ki H tag-e fela thik hobe? 2. H 2 or H3 tag- er under onek gulo subtitle thakle sekhane ki h3 or h4 use korte hobe? Jemon: how to use this product or Factors to think for buying this products etc.’
+ pros& cons table e pros,cons lekhata automatic h2 hoye ache, h3,h4.h5 kora chara h-tag bad dewar kono option nai. ekhetre kono problem hobe ?
উত্তরঃ সেটা পরে এসেছে। যেহেতু “টপ টেন ভালোবাসাময় গাভী”র আন্ডারে ১০টা গাভীর প্রজ/কনস আর ফিচার লিখবেন, সেগুলো টাইটেল প্রতিটা H3 দেবেন। আর যদি টপ টেন H3 দিতে চান, সেটাও পারবেন, সেক্ষেত্রে পরের ধাপটা H4 হবে।
H1 – Heading Tag
H2 – Other Title
H3 – Product Title
H4 – Pros & Cons
H1- Title, Should contain the main KW. (Best Pocha Alu Reviews)
H2- Other Titles, Ideally Should Contain Other KWs With SV. (Example- Our Best Pocha Alu Reviews, Pocha Alu Vs Nosto Alu, Best Pocha Alu Buying Guide, How To Use Pocha Alus Instead Of Throwing Them Away 😉 )
H3- Product Name Or Product Name+ Long Tail (1 No. Pocha Alu | Best Pocha Alu For Pachata Dalals)
H4- Features, Pros And Cons. Often I don’t use H4.
কৃতজ্ঞতা স্বীকার:
এই পোষ্টের পুরোটাই ফেসবুক গ্রুপ AMZ Affiliate Bangladesh থেকে কপি করা। গ্রুপে একই পোস্ট বারবার হওয়ায় অনেক সময় অনেক জিনিসই খুঁজে পাওয়া যায় না গুরুত্বপূর্ণ জিনিস একসাথে রাখার জন্য এবং অনেকে সুবিধার জন্য অনেক গুলো পোস্ট এর Content অনুমতি ছাড়াই এখানে দেয়া হয়েছে।